ঘৃণাভাষণ রোধে যেদিন সুপ্রিম কোর্টে নোডাল অফিসার নিয়োগের হালহাকিকৎ কেন্দ্রের কাছে জানতে চাইল, সেই দিনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এনকাউন্টার হুমকি নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য মানবাধিকার কমিশনের কাছে নালিশ জানাল মানবাধিকার সংগঠন APDR। ইমেলে এপিডিআর-এর তরফে অভিযোগ করা হয়েছে, শুভেন্দু অধিকারী ঘৃণাভাষণ দিয়েছেন।
এপিডিআর-এর সাধারণ সম্পাদক রঞ্জিত শূর ইমেলে লেখেন, ‘‘শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর বক্তব্যের একটি সামাজিক অভিঘাত আছে। ফলে সমাজে এই ধরনেরর মন্তব্যের খুবই খারাপ প্রভাব পড়বে।’’ রঞ্জিতের কথায়, ‘‘গত ২৪ অগাস্ট শুভেন্দু অধিকারী বলেন, অভিযুক্ত ধর্ষণকারীদের এনকাউন্টার করে মেরে ফেলা উচিত। তার এই বক্তব্যে বিচার ব্যবস্থাকে অস্বীকার করা হয়েছে। শুধু বিচারাধীন বন্দিদেরই নয়, রাজ্যের সমস্ত মানুষের জীবনের অধিকার, বিচার পাওয়ার অধিকার কেড়ে নেওয়ার হুমকি রয়েছে। পুলিশকে ও সাধারণ মানুষকে আইন হাতে নিয়ে খুন করতে প্ররোচনা দিয়েছে। এ সবই মানবাধিকার লঙ্ঘন।’’ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে রাজ্যবাসীর মানবাধিকার রক্ষায় আপনি উপযুক্ত পদক্ষেপের আবেদন জানানো হয়েছে।
মাটিগাড়া এবং তুফানগঞ্জে দু নাবালিকার ধর্ষণ-খুনের ঘটনা বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মতো বাংলাতেও ধর্ষকদের এনকাউন্টার করার পক্ষে সওয়াল করেন BJP বিধায়ক। বলেন, ‘‘এ রাজ্যে যোগী আদিত্যনাথের মতো এক জন কড়া প্রশাসক দরকার। এই ধরনের অপরাধ যারা করছে, তাদের বেঁচে থাকার অধিকার নেই। প্রয়োজনে এদের এনকাউন্টার করে দেওয়া উচিত।’’ তাঁর এই মন্তব্য নিয়ে বাংলা জুড়ে তীব্র সমালোচনা হয়। এবার শুভেন্দুর বিরুদ্ধে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের কাছে চিঠি পাঠাল এপিডিআর।
Be the first to comment