বাংলায় কর্মসংস্থানে জোর, শ্রমিকদের বাইরে না যাওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর

Spread the love

বাইরে কাজে গিয়ে প্রাণ হারাতে হচ্ছে রাজ্যের শ্রমিকদের। সম্প্রতি মিজোরাম, উত্তরপ্রদেশের মতো রাজ্যে বাংলার শ্রমিকদের করুণ পরিণতিতে মর্মাহত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে বাংলার শ্রমিকদের বাইরে কাজে না যাওয়ার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে বাংলায় কর্মসংস্থানের যে বিপুল সুযোগ তৈরি করা হয়েছে তার খতিয়ান দিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় হিসেব দিয়ে জানালেন, আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে বাংলায় ১০ লক্ষ ছেলে মেয়ে চাকরি পেতে চলেছে। তাই জীবনের ঝুঁকি নিয়ে বাইরে যাওয়ার কোনও প্রয়োজন নেই।

এদিন তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “পরশু উত্তরপ্রদেশে থেকে ৩ জন মারা গেল, তার আগে ৩৪ জন রেলে মারা গেল আমাদের ২৪ জন, রেল দুর্ঘটনায় ৩০০ জন মারা গেল। মারা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে। ছেলে মেয়েরা কাজ করতে গেলে ওরা(বিজেপি) বলছে এখানে কাজ পাচ্ছে না তাই। তাই যদি হয়, বাংলায় শিক্ষায় এত উন্নয়ন তাও কেন বাইরে পড়তে যায়? এমনকি আমি ভবিষ্যৎ প্রকল্প করেছি, ৫ লক্ষ পর্যন্ত টাকা দেওয়া হয় ব্যবসার জন্য। না শুনলে আমি কি করব? কিছু দালাল আছে এখান থেকে ছেলে মেয়েদের নিয়ে যায়। নিজেরা বেশি করে টাকা খায় আর এরা কিভাবে থাকবে সেদিকে কোনও গুরুত্ব দেয় না। মিজোরামে শ্রমিকদের যে কনট্রাক্টর নিয়ে গিয়েছিল তাকে ডাকব আমরা জিজ্ঞাসাবাদের জন্য।”

একইসঙ্গে পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি এখনও বলছি বাইরে যাওয়ার প্রয়োজন নেই। সামাজিক সুরক্ষায় আমরা প্রথম দেশের মধ্যে। কন্যাশ্রী, যুবশ্রী, স্মার্ট কার্ড, তরুণের স্বপ্নে ট্যাব, সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী, স্কুলের জামা জুতো বই, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সব দেওয়া হয়। লক্ষ্মীর ভান্ডার বিনা মূল্যে রেশন সব দেওয়া হয়। আমার লক্ষ্য ছাত্র যুবক। আমি চাই তাঁরা কাজের জন্য বাইরে না যাক। আমি পড়ুয়াদের কোনও অভাব রাখিনি। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, জেলায় জেলায় বিনামূল্যে ইংরেজি ও কম্পিউটার শিক্ষার জন্য ট্রেনিং সেন্টার খোলা হচ্ছে।”

এছাড়া আগামী ২ থেকে ৩ বছরে রাজ্যে বিপুল কর্মসংস্থানের হিসেব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন,
দেশে ৪০ শতাংশ বেকারত্ব বেড়েছে, বাংলায় ৪৫ শতাংশ দারিদ্রতা কমেছে
কোভিডের সময়ে এখানে কেউ না খেয়ে মরেনি, আমরা তাদের সাহায্য করেছি
UPSC, WBCS পরীক্ষার জন্য ট্রেনিং সেন্টার করেছি
৯০ লক্ষ MSME করেছি
৫ লক্ষ টাকা করে ভবিষ্যৎ স্কিমে আবেদন করতে পারেন বেকার যুবক-যুবতীরা
স্কিল ট্রেনিংইয়ে দেশের মধ্যে আমরাই প্রথম
সেল গ্যাস অনুসন্ধানে আসানসোল, দুর্গাপুরে বিপুল বিনিয়োগ আসছে
আশোকনগরে তেল প্রকল্প শুরু হয়েছে, ওখানে প্রচুর চাকরি হবে
বানতলায় এশিয়ার বৃহত্তম চর্মনগরীতে ৫০০ কোটি বিনিয়োগ হয়েছে
চর্মনগরীতে ২ লক্ষ মানুষ কাজ করেছে আরও ৫ লক্ষ চাকরি পাবে
রঘুনাথপুরে ২৫০০ একর জমি দেওয়া হয়েছে, ৭২০০০ কোটির বিনিয়োগ হচ্ছে
৩ টি ইকোনমিক করিডোর হচ্ছে এতে বিপুল টাকা বিনিয়োগ হবে, প্রচুর চাকরির সুযোগ তৈরি হবে
আগামী ২-৩ বছরের মধ্যে ১০ লক্ষ ছেলে মেয়েকে চাকরি দেব আমরা
ডেউচা পাচামিতে বিপুল চাকরির সুযোগ তৈরি হয়েছে।

এদিন ছাত্র পরিষদের মঞ্চ থেকে বাংলার ভবিষ্যতের রূপরেখা তুলে ধরে পরিযায়ী শ্রমিকদের কাছে মুখ্যমন্ত্রী আবেদন জানান, “কারও কাজের জন্য বাইরে যাওয়ার দরকার নেই।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*