প্রধানমন্ত্রীর মুখ ‘INDIA’ই, আমরা দেশকে বাঁচাব: মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

পাটনার বেঙ্গালুরু। এবার মুম্বই। INDIA জোটের বৈঠকের দিকে নজর সারা দেশের। সেই বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই মুম্বই পৌঁছে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার, বিকেলে মুম্বই পৌঁছেই বচ্চনদের জলসায় যান মমতা। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, প্রধানমন্ত্রীর মুখ ‘ইন্ডিয়া’ই।

এদিন, ইন্ডিয়া জোট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা সাফ জানিয়ে দেন, প্রধানমন্ত্রীর মুখ ‘INDIA’ই। নাম না করে বিজেপি সরকারকে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। বলেন, আগে প্রচুর দাম বাড়িয়ে এখন ভোটের আগে ২০০ টাকা গ্যাসের দাম কমাচ্ছে! দেশের মানুষ সব বোঝেন। তবে মমতা বলেন, “আমি এখানে বেশি কিছু বলব না। আগামী কাল নৈশভোজ। পরশু ইন্ডিয়ার বৈঠক। সেখানেই সব আলোচনা হবে।“ মমতা কথায়, “আমরা সবাই এক। আমরা INDIA পরিবারের সদস্য। আমরা দেশকে বাঁচাব।“

৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর মুম্বইয়ে ‘INDIA’ জোটের বৈঠক। বেঙ্গালুরুর বৈঠকেই ১১ সদস্যের কোঅর্ডিনেশন কমিটির কথা ঘোষণা করা হয়। এবার সেই তালিকায় কারা থাকবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। এই সঙ্গে একজন কনভেনরের নামও চূড়ান্ত হবে। এক্ষেত্রে ৩টি নাম নিয়ে জল্পনা তুঙ্গে। প্রথম নাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দ্বিতীয় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar)। এবং তৃতীয় নাম কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সমন্বয়ের জন্য ১১ জন সদস্যের কোঅর্ডিনেশন কমিটিতে বিরোধী দলের শীর্ষ নেতৃত্বই থাকবেন। রাজ্য স্তরে বিরোধী দলগুলির মধ্যে আসন সমঝোতার জন্য একটি সাবকমিটি তৈরি হবে। একই সঙ্গে এই বৈঠকেই জোটের লোগো প্রকাশ হওয়ার কথা রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*