যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ঘটনায় এবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে হুমকি চিঠি দেয়া হয়েছে বলে অভিযোগ। চিঠি পাওয়া মাত্র গতকাল রাতেই থানায় গিয়ে পুরো বিষয়টি জানান রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু । সূত্রের খবর, অভিযুক্ত ‘সৌরভ চৌধুরীর কিছু হলে দেখে নেওয়া হবে’ বলে ভয় দেখানোর চেষ্টা হয়েছে। একই চিঠি পেয়েছেন যুগ্ম রেজিস্ট্রার সঞ্জয় গোপাল সরকারও।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর তদন্ত চলছে। নতুন উপাচার্য নিয়োগ থেকে শুরু করে সিসিটিভি বসানোর মতো একাধিক পরিবর্তন এসেছে শিক্ষাঙ্গনে। এবার হুমকি চিঠি পেলেন রেজিস্ট্রার ও যুগ্ম রেজিস্ট্রার। দু’টি পোস্টকার্ডে লেখা চিঠি দু’টির প্রেরক হিসেবে নাম রয়েছে অধ্যাপক রানা রায়ের বলেই বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। অশ্রাব্য ভাষায় চিঠিতে গালিগালাজ করা হয়েছে। লেখা হয়েছে,
“পুলিশ মিথ্যে মামলায় সৌরভকে ফাঁসাচ্ছে। সৌরভ চৌধুরীর গায়ে একটা আঁচড় পড়লে তোমাদের জীবন শেষ করে দেব। রিভলভারের একটি গুলিই যথেষ্ট।” কিন্তু বিশ্ববিদ্যালয়ে ওই নামের কোন অধ্যাপক নেই বলেই জানা যাচ্ছে।
Be the first to comment