গতি বাড়াল আদিত্য এল ১, প্রথম কক্ষপথ পরিবর্তন সফল!

Spread the love

শনিতেই রবির দেশে পাড়ি দিয়েছিল ভারতের প্রথম সৌরযান আদিত্য এল ওয়ান (Aditya L1)। সকাল ১১: ১৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (Satish Dhawan Space Centre)থেকে সফল উৎক্ষেপণ হয়। ঠিক ২৪ ঘণ্টার মাথায় প্রথম আপডেট দিল ISRO । আজ বেলা পৌনে ১২টা নাগাদ আদিত্য-এল১-এর (Aditya L1)প্রথম কক্ষপথ পরিবর্তন করানো হয়েছে। টুইট করে সে কথা জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)।

চন্দ্রযান ৩ এর সাফল্যে উচ্ছ্বসিত বিজ্ঞানীরা এবার সূর্য মিশনে মনোনিবেশ করেছেন। এর আগে কখনও এত দূরে মহাকাশযান পাঠায়নি ভারত। তাই কিছুটা হলেও চাপা টেনশন কাজ করছে বিজ্ঞানীদের মনে। ISRO বলছে, কৃত্রিম উপগ্রহটি স্বাভাবিক ভাবে কাজ করছে, কোথাও কোনও সমস্যা নেই। পৃথিবীর টান কাটাতে এখনও ২২ হাজার ৪৫৯ কিলোমিটার পাড়ি দিতে হবে আদিত্য এল১-কে। আগামী ৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৩টে নাগাদ দ্বিতীয় কক্ষপথ পরিবর্তন হবে । পৃথিবীর মাধ্যাকর্ষণের অধীনে সৌরযানের এমন পাঁচটি কক্ষপথ পরিবর্তন করা হবে বলে জানা যাচ্ছে। প্রতি ধাপেই আদিত্য-এল১-এর গতি বাড়বে। পাঁচ ধাপে কক্ষপথ পরিবর্তনে সে ১৬ দিন মতো সময় নেবে। এরপরে কাঙ্খিত ল্যাগরেঞ্জ পয়েন্টে পৌঁছতে আরও ১১০ দিন লাগবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*