মঙ্গলবার ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল থেকেই সেখানে দুই দফায় ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।
• ধূপগুড়ির বিধানসভা উপনির্বাচনে মঙ্গলবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত ।
• মোট ভোটারের সংখ্যা ২৬৯৪১৬ জন।
• যার মধ্যে পুরুষ ভোটার ১৩৮০৯০ জন ও মহিলা ভোটার ১৩১৩২৪ জন।
• মোট বুথের সংখ্যা ২৬০টি যার মধ্যে ১৫৫টি বুথে ওয়েবকাস্টিং করা হবে।
• ১১০ টি বুথে সিসিটিভি রয়েছে।
• এছাড়াও থাকছে ৪০ জন মাইক্রোকার্ভার।
• পাশাপাশি রয়েছে ২৭ টি কুইক রেসপন্স টিম যাতে এক সেকশন অর্থাৎ আটজন করে কেন্দ্রীয় বাহিনী রয়েছে ।
ভোটের লাইন ঠিক করার জন্য এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নজরদারি করার জন্য রাজ্যের সশস্ত্র পুলিশ ও লাঠি গাড়ি পুলিশ রয়েছে।সোমবার সন্ধে সাড়ে ছটা থেকে বুথের ১০০ মিটারের মধ্যে জারি হয়েছে ১৪৪ ধারা । যা ভোট শেষ হওয়া পর্যন্ত থাকবে। উপনির্বাচনে মোট প্রার্থী সংখ্যা সাত, যার মধ্যে পুরুষ পাঁচজন ও মহিলা দুইজন। ২৬০ টি বুথের মধ্যে দুটি বুথ সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত বুথ থাকবে বলে জানিয়েছেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। যে সমস্ত জায়গায় এক বা দুইটি বুথ রয়েছে সেখানে ন্যূনতম ১ সেকশন অর্থাৎ আট জন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং যেখানে তিন ও চারটি বুথ রয়েছে সেখানে দুই সেকশন অর্থাৎ ১৬ জন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।
Be the first to comment