কসবার স্কুলে ছাত্র মৃত্যুর জের! আজই যাচ্ছে শিশু সুরক্ষা কমিশন

Spread the love

সোমবার দক্ষিণ কলকাতার কসবা এলাকায় ছাত্র মৃত্যুর ঘটনায় এবার খুনের মামলা রুজু করল কলকাতা পুলিশ। কসবা রথতলা বাসস্ট্যান্ড এলাকার একটি স্কুলে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। শারীরিক হেনস্থার কারণেই ছাত্র মৃত্যু? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু ঘিরে এমনিতেই উত্তাল রাজ্য রাজনীতি। তার উপর কসবা কাণ্ডে নতুন করে শোরগোল শুরু হয়েছে। স্কুলে যাচ্ছে ফরেন্সিক দল। রওনা দিয়েছেন শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী।

পুলিশ বলছে মৃতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নিগ্রহের জেরেই খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা। যদিও স্কুলের প্রিন্সিপাল বলেছেন, “কেউ ওই ছাত্রকে হেনস্থা করেননি। তদন্ত শেষ হলে সংবাদমাধ্যমকে সবই জানাব।” ঘটনায় কসবা থানায় প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং আরও দুই শিক্ষকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ এবং ১২০বি ধারায় অভিযোগ দায়ের করেছেন মৃত ছাত্রের বাবা। তদন্তে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*