৬ রাজ্যের ৭ উপনির্বাচন শেষ, বাংলায় ভোটের হার ৭৫.৮২%

Spread the love

লোকসভা নির্বাচনকে নজরে রেখে NDAকে টেক্কা দিতে সদ্য গঠিত হয়েছে বিরোধী মহাজোট INDIA. মহারণের আগে মঙ্গলবার প্রথম লড়াই, আর এই লড়াই থেকেই জল মেপে নিতে চাইছে দুই শিবির। ৬ রাজ্যের ৭ উপনির্বাচনে উৎসবের মেজাজে সম্পন্ন হল নির্বাচন পর্ব। পশ্চিমবঙ্গ(ধুপগুড়ি), ঝাড়খণ্ড(ডুমরি), উত্তরাখণ্ড(বাগেশ্বর), উত্তরপ্রদেশ(ঘোষি), কেরালা(পুথুপল্লী), ত্রিপুরা(বক্সানগর ও ধনপুরে) এই ছয় রাজ্যে উপনির্বাচনে ভোট পড়ল বিপুল সংখ্যায়। এর মধ্যে বাংলার ধুপগুড়ি কেন্দ্রে ভোট পড়ল ৭৫.৮২ শতাংশ। পাশাপাশি অন্যান্য রাজ্যগুলিতেও ভোটের হার আশানুরূপ।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এদিন পশ্চিমবঙ্গের ধূপগুড়ি কেন্দ্রের বিকেল ৫ টা পর্যন্ত ভোট পড়েছে ৭৫.৮২ শতাংশ। উত্তরাখণ্ডের বাগেস্বর কেন্দ্রের উপনির্বাচনে বিকেল ৫ টা পর্যন্ত ভোট পড়েছে ৫৫.৩৯ শতাংশ। উত্তরপ্রদেশের ঘোষি বিধানসভা উপনির্বাচনে ৫ টা পর্যন্ত ভোট পড়েছে ৫৯.৪২ শতাংশ। পাশাপাশি বাকি তিন রাজ্যের ৪ কেন্দ্রেও উপনির্বাচনে ভোটের হার আশানুরূপ। আগামী ৮ সেপ্টেম্বর ৬ রাজ্যের ৭ উপনির্বাচনে ফল ঘোষণা হবে। সেখানে নির্বাচনী ফলাফলের দিকে নজর রয়েছে গোটা দেশের। ২৪-এর লোকসভা নির্বাচনের আগে কোনদিকে পাল্লা ভারি তার প্রাথমিক ধারনা তৈরি করে লড়াইয়ে ঝাঁপাবে দুই শিবির।

উল্লেখ্য, ছোট নির্বাচন হলেও এই ভোটের গুরুত্ব অপরিসীম। এর কারণ দুটি। অ-বিজেপি রাজ্য পশ্চিমবঙ্গ ও কেরালা ছাড়া বাকি চার রাজ্যে ইন্ডিয়া জোটের দলগুলো পরস্পরের বিরুদ্ধে প্রার্থী দেয়নি। অতীতের নির্বাচনে প্রতিটি আসনেই কংগ্রেস ওই রাজ্যের স্থানীয় দলের বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল। তবে ইন্ডিয়া জোট গঠনের পর দুই রাজ্য ছাড়া বাকি ৪ রাজ্যে ‘যে যেখানে শক্তিশালী’ এই ফর্মুলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে ইন্ডিয়া জোটের সঙ্গিরা। বাকি দল গুলির তরফে জোগানো হয়েছে সমর্থন। ফলস্বরূপ এই নির্বাচনের ফলাফলকে অধিক গুরুত্ব দিচ্ছে যুযুধান দুই শিবিরই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*