ভোররাতে হাইওয়ের উপর দাঁড়িয়ে থাকা লরির পিছনে ঢুকে গেল দ্রুত গতিতে আসা একটি সওয়ারিবোঝাই গাড়ি। ভয়াবহ এই পথদুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির ছয় সওয়ারির। ভোর ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর সালেমে।
তামিলনাড়ুর ইয়েনগুর থেকে একই পরিবারের আট জন একটি গাড়িতে পেরুনথুরাই যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন।সালেম-ইরোড হাইওয়ের উপর দ্রুত গতিতে ছুটছিল গাড়িটি।নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সোজা গিয়ে ধাক্কা মারে। গাড়ির গতিবেগ এতই বেশি ছিল যে, সওয়ারিবোঝাই গাড়িটি লরির পিছনে ঢুকে যায়। ঘটনাস্থলেই গাড়ির আট সওয়ারির মধ্যে ছ’জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে রয়েছে একটি এক বছরের শিশুও। তার মা, বাবারও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গাড়ির দুই সওয়ারি গুরুতর ভাবে আহত হয়েছেন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে স্থানীয় বাসিন্দাদাদের সহায়তায় দ্রুত আহতদের হাসপাতালে পাঠানো হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাটি রেকর্ড হয়েছে রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরায়।
পুলিশ সূত্রে খবর, গাড়ির চালক ভিগনেশ এবং অন্য এক সওয়ারি প্রিয়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।পুলিশের প্রাথমিক অনুমান চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটে। যদিও গাড়ির কোনও যান্ত্রিক ত্রুটির সম্ভাবনাও পুলিশ উড়িয়ে দিচ্ছে না।
Be the first to comment