আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। কিন্তু প্রথম দিনে পুরনো ভবনে অধিবেশন শুরু হলেও পরের দিন অর্থাৎ ১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দিন নতুন সংসদ ভবনে সংসদীয় কার্যক্রম স্থানান্তরিত হবে বলে খবর। লোকসভা এবং রাজ্যসভার সচিবালয় সূত্র মারফৎ এমন খবরই জানা গিয়েছে। চলতি বছরের ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন এই ভবনে কবে থেকে সংসদের অধিবেশন বসবে, তা নিয়ে নানা মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে। তাহলে কী বিরোধীদের চাপের মুখে পড়েই এমন সিদ্ধান্ত নমো সরকারের? উঠছে প্রশ্ন।
১৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। পাঁচ দিনের এই অধিবেশন চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। সূত্রের খবর, ১৯ সেপ্টেম্বর, অধিবেশনের দ্বিতীয় দিন নতুন সংসদ ভবনে অধিবেশন বসবে। লোকসভা এবং রাজ্যসভা সচিবালয় তরফে জানা গিয়েছে, সংসদের উভয় কক্ষের একটি অধিবেশন অনুষ্ঠিত হবে প্রশ্নোত্তর পর্ব ছাড়াই। অধিবেশনে পাঁচটি বৈঠক হবে এবং সদস্যদের অস্থায়ী দিনক্ষণ সম্পর্কে আলাদাভাবে অবহিত করা হবে। যদিও আনুষ্ঠানিক ভাবে সরকারের তরফে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। কিন্তু আচমকা কেন এই পাঁচ দিনের অধিবেশন ডাকা হল, তা নিয়ে বিরোধী শিবিরে তো বটেই সব মহলেই চর্চা শুরু হয়েছে। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ‘এক দেশ, এক ভোট’ নিয়ে বিল পাশ করাতে পারে কেন্দ্র। পাশাপাশি দেশে সব ভোট এক সঙ্গে করা যায় কি না, তা খতিয়ে দেখতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটি গঠন করেছে কেন্দ্র। তা নিয়েই মাথাচাড়া দিচ্ছে বিস্তর জল্পনা।
সাধারণত বছরে তিনটি সংসদীয় অধিবেশন হয় – বাজেট, বর্ষা ও শীতকালীন। বিশেষ অধিবেশনটি বর্তমান লোকসভার শেষ হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, সংসদ সদস্যদের একটি গ্রুপ ছবির জন্য ব্যবস্থা করা হচ্ছে। নতুন ভবনে স্থানান্তরিত করার কারণে এই ব্যবস্থা বলেই মনে করা হচ্ছে।
Be the first to comment