মরক্কোতে ভয়াবহ ভূমিকম্প, মৃত কমপক্ষে ৩০০

Spread the love

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মরক্কো। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৮। শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টা বেজে ১১ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। কার্যত মারাকেশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উত্তর আফ্রিকার আটলাস পর্বত ভূমিকম্পের উৎসস্থল বলে খবর। মরক্কোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে খবর, রাজধানী রাবাত থেকে শুরু করে মারাকেশ পর্যন্ত একের পর এক শহরে বাড়ি ভেঙেছে। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ২৯৬ মারা গেছেন যদিও সংখ্যাটা প্রতিমুহূর্তে বদলে যাচ্ছে। ১৫৩ জন আহত হাসপাতালে চিকিৎসাধীন। কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ভয় পেয়ে সেখানকার মানুষ রাস্তায় নেমে পড়েন। অত্যন্ত তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*