দেশের বাস্তবটা লুকোনোর কী প্রয়োজন? বস্তি উচ্ছেদ প্রসঙ্গে সরব রাহুল

Spread the love

জি২০’র আসর বসেছে দিল্লিতে। বিশ্বের তাবড় তাবড় নেতৃত্বরা উপস্থিত হয়েছে ভারতে। দেশের গৌরব বাড়িয়ে তুলতে ঝাঁ-চকচকে করে ফেলা হয়েছে সবকিছু। সরিয়ে ফেলা হচ্ছে অস্বস্তিকর সব ছবি। যার জেরেই রুগ্নতাকে আড়াল করতে বুলডোজার চলেছে বসতিতে, সরিয়ে দেওয়া হয়েছে ফুটপাতের বাজার। এই ঘটনা নিয়েই এবার মুখ খুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মোদি সরকারের উদ্দেশ্যে রাহুল গান্ধীর প্রশ্ন, ‘দেশের বাস্তবটা লুকোনোর কোনও দরকার নেই বিদেশী অতিথিদের সামনে।’

জি২০’র চাকচিক্যে দেশের গরিব মানুষগুলির উপর কোপ পড়ার ঘটনায় কেন্দ্রের মোদি সরকারের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস নেতা লিখলেন, “ভারতের সত্যিকে আড়াল করার চেষ্টা হচ্ছে। ভারত সরকার গরিব ভারতবাসী এবং ভারতের পশুদের আড়াল করছে। আমাদের অতিথিদের সামনে এই সত্যিকে আড়াল করার কোনও প্রয়োজন ছিল না।” উল্লেখ্য, দেশের গরিবি বিদেশীদের যাতে চোখে না পড়ে তার জন্য অস্বস্তির সব ছবি মুছে ফেলতে উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার। বিদেশিদের রুটে পড়া ঝুপড়ি, ফুটপাথের ধারের শ্রমজীবীর দোকান, যা কিছু ম্লান, যা কিছু আধুনিক ঔজ্জ্বল্যের বিপরীত, বেমানান, সেখানেই চলেছে বুলডোজার। সামনে রঙিন কাপড় বা টিনের আড়ালে ঢেকে দেওয়া হয়েছে গরিবি। পাশাপাশি নিরাপত্তার কড়াকড়ি ব্যাপকভাবে দেখা গিয়েছে দিল্লির অলিতে গলিতে।

এমনকী সাপখোপ বা হনুমান যাতে কোনওভাবে বিদেশি অতিথিদের নজরে না আসে, সেটা নিশ্চিত করার জন্য আনা হয়েছে সাপুড়ে। দিল্লি পুলিশ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আবেদন জানিয়েছে, যাতে তাঁরা হনুমান এবং কুকুরের ‘অত্যাচার’ বন্ধ করতে সাহায্য করেন। আর এসবকিছুকেই সত্যি আড়াল করার চেষ্টা হিসাবে দেখছেন রাহুল গান্ধী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*