নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে জি২০ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সুখবর এল আফ্রিকার জন্য। ভারতের উদ্যোগে জি২০ জোটে স্থায়ী সদস্যপদ পেল আফ্রিকান ইউনিয়ন। শনিবার সম্মেলনের মঞ্চ থেকে এই ঘোষণা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার জি২০ শীর্ষ বৈঠকে উপস্থিত ছিলেন আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্ট আজালি আসুমানি। সম্মেলন চলাকালীন জি২০ জোটে তাঁকে আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি বলেন, “সকলের সম্মতিতে আফ্রিকান ইউনিয়নকে জি-২০ জোটের স্থায়ী সদস্য করা হল। ইউনিয়নের প্রেসিডেন্ট আজালি আসুমানিকে এই জোটে তাঁর আসন গ্রহণ করার অনুরোধ জানানো হচ্ছে।” উল্লেখ্য, আফ্রিকান ইউনিয়নে ৫০টিরও বেশি সদস্য দেশ রয়েছে। মনে করা হচ্ছে, বিশ্বের দরবারে অন্যান্য দেশগুলির সঙ্গে আফ্রিকাও যাতে প্রাধান্য পায় তাঁর জন্যই মোদির এই উদ্যোগ।
এদিকে শনিবার নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে জি২০ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বকে বার্তা দেন, আস্থাহীনতা, অবিশ্বাস কাটিয়ে পারস্পরিক আস্থা ফিরিয়ে আনার। জি২০ শীর্ষ সম্মেলনের মঞ্চেই ইউরোপিয়ান কমিশনের প্রধানের মতোই আফ্রিকান ইউনিয়নের সভাপতিকে স্থায়ী সদস্যপদ দেওয়ার জন্য সওয়াল করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “একুশ শতক বিশ্বকে নতুন দিশানির্দেশ দেওয়ার শতক। নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের পুরনো সমস্যাগুলির সমাধানের পথ খুঁজতে হবে। যখন আমরা কোভিডকে পরাজিত করতে পেরেছি তখন আমরা এই আস্থার ঘাটতির সঙ্কটের বিরুদ্ধেও জয়ী হতে পারব।” তিনি বলেন, “সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রেই আস্থাহীনতার সমস্যা কাটিয়ে উঠতে হবে আমাদের।”
Be the first to comment