গণেশ চতুর্থীর মাহেন্দ্রক্ষণে দুপুর ১টা বেজে ১৫ মিনিট নাগাদ নতুন সংবিধান ভবনে আনুষ্ঠানিক প্রবেশ। তার আগে নিজের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন, নতুন সংসদ ভবনের নাম “পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া”। অন্যদিকে পুরনো সংসদ ভবনের নামকরণ হয়েছে “সংবিধান সদন”।
মঙ্গলবার সকালে পুরনো সংসদ ভবন ছাড়ার প্রাক্কলে সংসদ সদস্যরা শ্রদ্ধা জ্ঞাপন করেন ভারতীয় গণতন্ত্রের বহু ইতিহাসের সাক্ষী পুরনো সংসদ ভবনকে। নিজের ভাষণে প্রধানমন্ত্রী মোদি পুরনো সংসদ ভবনের “প্রতিটি ইট”-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বলেন, “আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে পুরনো সংসদ ভবন।” এর পরেই তিনি বলেন, সকলের অনুমতিতে পুরনো সংসদ ভবনের নাম হবে “সংবিধান সদন”, অন্যদিকে নতুন সংসদ ভবনের নাম “পার্লামেন্ট হাউজ অফ ইন্ডিয়া”।
Be the first to comment