পুজোর আগেই সুখবর! এক হাজার শূন্যপদে অধ্যাপক নিয়োগ করবে কলেজ সার্ভিস কমিশন

Students meet in Stokes for Brook Lillehaugen's Linguistic Diversity, Threats to Diversity, and Resistance class. Photo by Holden Blanco '17
Spread the love

পুজোর আগেই কলেজে ১ হাজার অধ্যাপক নিয়োগ। ৩০ টি বিষয়ে অধ্যাপক নিয়োগ করবে কলেজ সার্ভিস কমিশন।  জোর কদমে কাউন্সেলিং প্রক্রিয়া চালাচ্ছে সিএসসি। সূত্রের খবর,  পুজোর আগেই চাকরিপ্রাপকদের সুপারিশপত্র তুলে দেবে সিএসসি। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই স্টেট এলিজিবিলিটি টেস্ট হয়। রাজ্যের বিভিন্ন কলেজে. গবেষণা প্রতিষ্ঠানে সহকারি অধ্যাপক নিয়োগের পরীক্ষা হয়। চলতি বছরে ৮৫ হাজার ৭১২ জন পরীক্ষার্থী ছিলেন।

কলেজ কমিশন সূত্রে খবর, রাজ্যের ১০৮ টি কেন্দ্রে টেট পরীক্ষা হয়। মোট ৩৩ টি বিষয়ে রাজ্যস্তরে এই পরীক্ষা হয়। শূন্য পদের সংখ্যা এক হাজার। আর পরীক্ষার্থী ৮৫ হাজার। অর্থাৎ ৮৫ গুণ বেশি পরীক্ষার্থী। স্বাভাবিকভাবেই অত্যন্ত কঠিন এই চ্যালেঞ্জ। তাঁদের মধ্যে থেকেই উত্তীর্ণ এক হাজার চাকরিপ্রাপক এবার হাতে সুপারিশপত্র পেতে চলেছেন। প্রত্যেকটি বিষয়ে মোট দুটি পত্রে পরীক্ষা হয়েছে। প্রথম পত্রে দেড় ঘণ্টা পরীক্ষা হয়। দ্বিতীয় পত্রের জন্য নির্ধারিত সময় ২ ঘণ্টা। ইংরাজি ও বাংলা দুটি ভাষাতেই পরীক্ষা দেন পরীক্ষার্থীরা। উল্লেখ্য়, কলেজ সার্ভিস কমিশন চলতি বছরে ১৬ টি বিষয়ে বাংলা ভাষা উত্তর দেওয়ার বিকল্প এনেছিল। এখন কাউন্সিলিং চলছে। পুুজোর আগেই নিয়োগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*