“মহিলা সংরক্ষণ বিলের নেপথ্যে সরকারের কোনও সদিচ্ছা নেই”! সংসদে বিস্ফোরক রাহুল

Spread the love

মোদি সরকারের আনা মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন করলেও এবার তাতেই একাধিক ‘খুঁত’ বের করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, সরকারের পেশ করা মহিলা সংরক্ষণ বিল অসম্পূর্ণ। তাছাড়া সরকার এই বিল পেশ করেছে শুধু আদানি, জাতিগত জনগণনার মতো ইস্যু থেকে নজর ঘোরানোর জন্যই।

কংগ্রেস সার্বিকভাবে মহিলা সংরক্ষণ বিলকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। রাহুলও বিলটিকে সমর্থনই করেছেন। তাঁর বক্তব্য, মহিলাদের হাতে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে এটা বড় পদক্ষেপ। আমি নিশ্চিত এই সদনের প্রত্যেকেই মেনে নেবেন, এটা বড় পদক্ষেপ। মেয়েরা অনেক ক্ষেত্রেই ছেলেদের থেকে এগিয়ে। তাই তাঁদের যতটা বেশি জায়গা দেওয়া সম্ভব, দেওয়া উচিত।

এরপরই মহিলা সংরক্ষণ বিলের ‘খুঁত’ বের করেন কংগ্রেস সাংসদ। রাহুল বলছেন, “আমার একটা জিনিসের জন্য এই বিলটিকে অসম্পূর্ণ বলে মনে হচ্ছে। আমার মতে এই বিলে ওবিসিদের সংরক্ষণ সংযুক্ত করা উচিত ছিল। ভারতের জনসংখ্যার একটা বড় অংশ ওবিসি। তাই ওই বড় অংশের মহিলাদের অধিকার রয়েছে সংরক্ষণ পাওয়ার।” শুধু তাই নয়, সরকার যে বলছে এই বিল কার্যকর করার জন্য জনগণনা এবং আসন পুনর্বিন্যাসের প্রয়োজন, সেটাও মানতে নারাজ রাহুল। তিনি বলছেন,”এসব কিছুর দরকার নেই। এখনই লোকসভা ভোটে ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করে দেওয়া উচিত।”

এর পর কেন্দ্রকে সরাসরি তোপ দেগে রাহুলের অভিযোগ, এই মহিলা সংরক্ষণ বিলের নেপথ্যে সরকারের কোনও সদিচ্ছা নেই। এই বিল আনা হয়েছে শুধু নজর ঘোরাতে। তাঁর সাফ কথা, “আমি জানি, এই বিলের মাধ্যমে আমার সরকার পক্ষের বন্ধুরা অনেক ইস্যু থেকে নজর ঘোরাতে চাইছেন। যার মধ্যে অবশ্যই আদানি ইস্যু আছে। আরও একটা বিষয় থেকে নজর ঘোরাতে চাইছেন, সেটা হল জাতিগত জনগণনা। যখনই বিরোধীরা এই ইস্যু তুলে আনে, তখনই সরকার কিছু না কিছু করে নজর ঘোরানোর জন্য। তাও আমি বলব, এটা ভাল পদক্ষেপ।” নতুন সংসদ ভবনের প্রশংসা করলেও সংসদের উদ্বোধনের দিন রাষ্ট্রপতির অনুপস্থিতি নিয়েও খোঁচা দিয়েছেন কংগ্রেস নেতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*