পুজোর আগে আবারও বাংলা জুড়ে নিম্নচাপ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ বাংলা ও ওড়িশা উপকূলে অবস্থান করছে।এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে স্থলভাগের মধ্যে দিয়ে ঝাড়খন্ড অতিক্রম করবে।এর জেরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের চারটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের মতো উপকূলঘেঁষা জেলা ছাড়াও তালিকায় রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ। এ ছাড়া, কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টি চলবে বীরভূম এবং মুর্শিদাবাদে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী শনিবার পর্যন্ত। এই নিম্নচাপের কারণে উত্তাল হতে পারে সমুদ্র। বুধ এবং বৃহস্পতিবার, দু’দিনের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গের পাহাড়ঘেঁষা পাঁচটি জেলায় মুষলধারে বৃষ্টি হবে আগামী দু’দিন। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার এবং শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার বেশি বৃষ্টি হবে আলিপুরদুয়ার এবং কোচবিহারেও। এই জেলাগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিও ভিজবে।
কলকাতায় আজ দিনভর মেঘলা আকাশ। সকাল থেকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৬ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টিপাতের পরিমাণ ২৪.৮ মিলিমিটার।
Be the first to comment