এবার বিদেশেও চিকিৎসা করতে পারবেন ভারতীয় ডাক্তাররা

Spread the love

এবার আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে রোগীদের চিকিৎসা করতে পারবেন ভারতীয় চিকিৎসরা।সম্প্রতি ভারতের ন্যাশনাল মেডিক্যাল কমিশনকে ১০ বছরের জন্য ছাড়পত্র দিয়েছে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিক্যাল এডুকেশন।

এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে এনএমসি-কে ছাড়পত্র দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। সূত্রের খবর, জাতীয় মেডিক্যাল কমিশনকে ডব্লিউএফএমই ছাড়পত্র দেওয়ায় ভারতের এমবিবিএস ডিগ্রি এখন থেকে বিদেশেও প্রযোজ্য হবে। শুধু তাই নয়, উচ্চশিক্ষার জন্য প্রশিক্ষণ নিতে চাইলে, তাতেও আর কোনও বাধা থাকল না। দেশের ৭০৬টি মেডিক্যাল কলেজ ডব্লিউএফএমই-র মান্যতা পেয়েছে। তেমনই বিদেশ থেকে অনেকে ভারতে ডাক্তারি পড়তে আসতে পারবেন। এখান থেকে পাওয়া ডাক্তারি ডিগ্রি নিয়েও নিজের দেশে ফিরে চিকিৎসা করতে পারবেন।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, আন্তর্জাতিক চিকিৎসা ফেডারেশনের এই ছাড়পত্রে দেশের চিকিৎসকদের যেমন অনেক সুবিধা হবে, তেমনই দেশের চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*