শিশুরা যাতে স্কুল বিমুখ না হয় সে কারণে একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পড়াশোনার পাশাপাশি অন্যান্য শিক্ষামূলক কাজের দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে ছাত্রী-ছাত্রীদের সাইকেল প্রদান-সহ একাধিক প্রকল্প চালু হয়েছে রাজ্যে। এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বাড়ানোর লক্ষ্যে স্কুলগুলিকে উৎসাহ দিতে বিশেষ ভাতা চালু করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এবার থেকে নিয়মিত ছাত্র বা ছাত্রী হিসাবে মাধ্যমিক পরীক্ষার্থী পিছু ১০ টাকা করে দেওয়া হবে।
ছাত্র-ছাত্রীরা যাতে ঠিকমতো মাধ্যমিক পরীক্ষায় বসতে পারে, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হতে পারে, তার জন্যই স্কুলগুলিকে এই অনুদান দেওয়া হবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে। আগামী বছর অর্থাৎ ২০২৪ থেকেই এই নিয়ম চালু হচ্ছে।মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পরই পুরো টাকা স্কুল পাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Be the first to comment