মেলেনি ভিসা! শেষ মুহূর্তে বাতিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিদেশ সফর। রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন মহাসচিব বান কি মুনের নেতৃত্বে আন্তর্জাতিক কমিটির আমন্ত্রণে তাঁর আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে আয়োজিত বিশ্ব সংস্কৃতি উৎসবে যোগ দেওয়ার কথা ছিল আনন্দ বোস। মঙ্গলবারই এক সপ্তাহের সফরে রওনার হওয়ার কথা। কিন্তু শেষ মুহূর্তে সেই সফর বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল।
সোমবার, রাজভবন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানের উদ্যোক্তাদের তরফেই রাজ্যপাল এবং তাঁর সঙ্গীদের সফরের ব্যয় বহনের কথা জানানো হয়েছিল। কিন্তু কূটনৈতিক বাধ্যবাধকতার কারণে তিনি ভিনদেশের এই আতিথেয়তা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। সেক্ষেত্রে তাঁর সফরের খরচ রাজ্য সরকারকেই ওই খরচ বহন করতে হত। খরচ বৃদ্ধি এড়াতেই সিদ্ধান্ত নিয়েছেন আনন্দ বোস। একই সঙ্গে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতির ঊর্ধ্বগতিও সফর বাতিলের অন্যতম কারণ বলে বিবৃতিতে জানানো হয়েছে।
কিন্তু সূত্রের খবর, আসল কারণ অন্য। আনন্দ বোসকে ভিসা দেয়নি আমেরিকা (America)। মুখ বাঁচাতে এবার নানা রকম অজুহাত দিচ্ছে রাজভবন।
Be the first to comment