উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। বৃহস্পতিবার ভোরে মৃত্যু হল ৫১ বছরের এক প্রৌঢ়ার। তিনি সল্টলেকের দত্তাবাদের বাসিন্দা।বুধবার তাঁকে বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল তরফে জানানো হয়েছে, সবরকম চেষ্টা করা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। মৃত প্রৌঢ়ার নাম প্রতিমা মণ্ডল। ৫২ বছরের প্রতিমা মণ্ডলের বাড়ি বিধাননগর পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডে। পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন জ্বরে ভুগছিলেন তিনি।বুধবার বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় আক্রান্তকে।বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। হাসপাতালের রিপোর্টে সিভিয়ার ডেঙ্গির উল্লেখ রয়েছে।
এর আগে মঙ্গলবার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ২৮ বছরের এক তরুণীর। বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।তিনি নেতাজি নগরের বাসিন্দা ছিলেন।
ডেঙ্গি আক্রান্তের সংখ্যা রাজ্যে রোজ বেড়েই চলেছে। উত্তর থেকে দক্ষিণ— একই ছবি। মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে চিকিৎসকদের পরামর্শ, রোগীর যদি ডেঙ্গির উপসর্গ থাকে, তা হলে সরকারি হাসপাতালে গিয়ে প্লেটলেট পরীক্ষা করিয়ে নেওয়া দরকার। এখন সরকারি হাসপাতাল-সহ বিভিন্ন সরকারি কেন্দ্রে ২৪ ঘণ্টা খোলা থাকছে ডেঙ্গি পরীক্ষাকেন্দ্র।
Be the first to comment