শুক্রবারের পর শনিবারও সকাল থেকে বৃষ্টি শুরু হতেই মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল তিন শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বোড়ামারা গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত তিন শিশুর নাম রোহন সর্দার (৫), নিশা সর্দার (৪) এবং অঙ্কুশ সর্দার (৩)।
নিম্নচাপের জেরে শুক্রবার থেকেই জেলায় জেলায় কখনও মুষলধারায়, কখনও ঝিরঝিরে বৃষ্টি হয়েই চলেছে। শনিবার সকালে বৃষ্টির দাপট খানিকটা কমতেই বোড়ামারা গ্রামের একটি কাঁচা বাড়ির পাশে খেলছিল তিনটি শিশু। আচমকা ওই বাড়ির দেওয়ালের একাংশ ধসে পড়ে। তাতেই চাপা পড়ে যায় তিন শিশু।আওয়াজ পেতেই গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে ছুটে আসেন। ভেঙে পড়া মাটির বাড়ির ধ্বংসস্তুপ থেকে শিশুদের উদ্ধার করা সম্ভব হয়। গুরুতর জখম অবস্থায় তাদের নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। কিন্তু চিকিৎসকেরা তিন শিশুকেই মৃত বলে ঘোষণা করেন। এমন ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম।
Be the first to comment