বাংলাকে বঞ্চনার প্রতিবাদ! অভিষেকের নেতৃত্বে রাজঘাটে তৃণমূলের সত্যাগ্রহ

Spread the love

বাংলার বিরুদ্ধে কেন্দ্রের বঞ্চনা। প্রাপ্য আদায়ে গান্ধী জয়ন্তীতে দিল্লির রাজঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্নায় তৃণমূল নেতৃত্ব। সোমবার, দুপুরে সেখানে পৌঁছে সত্যগ্রহ শুরু করেন অভিষেক।

১০০ দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে রাজ্যের প্রাপ্য আটকে রেখে কেন্দ্রের মোদি সরকার। দাবি আদায়ে বাংলার গরিব বঞ্চিত মানুষকে নিয়ে দিল্লি গিয়েছে তৃণমূল। ৩ অক্টোবর দিল্লিতে মেগা অবস্থান-সমাবেশ। তার আগে সোমবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, দুঘণ্টার ধর্না কর্মসূচি শুরু করেছে তৃণমূল। দুপুর দেড়টা নাগাদ রাজঘাটে পৌঁছে অভিষেক প্রথমে শ্রদ্ধা জানান। প্রদক্ষিণ করার পরে বসেন সত্যাগ্রহে। সঙ্গে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রতিমা মণ্ডল, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, মহুয়া মৈত্র, নুসরত জাহান, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষদস্তিদার, শান্তনু সেন, তাপস রায়, সায়নী ঘোষ, অরূপ বিশ্বাস, শিউলি সাহা, মৌসম বেনজির নূর, নির্মল মাজি-সহ তৃণমূল নেতৃত্ব।

এই সত্যাগ্রহের পরে দলীয় বৈঠক ও সাংবাদিক বৈঠক রয়েছে তৃণমূলের। মঙ্গলবার রাজধানীর রাজপথ কাঁপাবে তৃণমূল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*