তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, উৎসস্থল নেপাল

Spread the love

ফের বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.২। মঙ্গলবার দুপুর ২টো ৫৩ মিনিট নাগাদ হয় ভূমিকম্প। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, কম্পনের কেন্দ্র নেপালের ভাতেখোলা থেকে ২ কিলোমিটার দূরে, মাটির পাঁচ কিলোমিটার কিলোমিটার গভীরে। সূত্রের খবর, ৪০ সেকেন্ড ধরে হয়েছে কম্পন। সে কারণে তার তীব্রতা এত বেশি।দিল্লি, এনসিআরের পাশাপাশি উত্তরপ্রদেশের লখনউ, হাপুর, আমরোহাতেও কম্পন অনুভূত হয়েছে।
রবিবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লির প্রতিবেশী রাজ্য হরিয়ানার কিছু অংশ। রাত ১১টা ২৬ মিনিট নাগাদ হয়েছিল ভূমিকম্প। তার কেন্দ্র ছিল রোহতক থেকে ৭ কিলোমিটার পূর্ব, দক্ষিণ-পূর্বে।
এদিন দুপুর ২টো ৫৩ মিনিটে কম্পন অনুভূত হয় দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, লখনউয়ের মতো বেশ কিছু এলাকায়।তীব্রতা এতটাই ছিল যে রীতিমতো আতঙ্ক ছড়ায়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল নেপাল–চিন সীমান্তের কাছে কালিকা এলাকার ১০ কিলোমিটার গভীরে।
দিল্লি সহ সংলগ্ন এলাকায় ১৫ থেকে ২০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। আতঙ্কে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন মানুষজন। তবে বড়সড় ক্ষয়ক্ষতির খবর এখনও অবধি পাওয়া যায়নি। দিল্লি ও গ্রেটার নয়ডার বাসিন্দারা সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও পোস্ট করেছেন। কম্পনের সময়ের মুহূর্ত ধরা পড়েছে সেখানে। তবে শুধু রাজধানী দিল্লি নয় আরও বেশ কয়কটি জায়গায় কম্পন অনুভূত হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*