বিশ্বকাপে ICC-র গ্লোবাল অ্যাম্বাস্যাডর শচীন তেন্ডুলকর

Spread the love

২০২৩ ক্রিকেট বিশ্বকাপের জন্য আইসিসির গ্লোবাল অ্যাম্বাস্যাডর নির্বাচিত হলেন শচীন তেন্ডুলকর। ৫ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করবেন শচীন। তাঁর হাত দিয়েই আনুষ্ঠানিক শুভ সূচনা হবে ক্রিকেট মহাযজ্ঞের।

খুশি চেপে রাখেননি ভারতীয় ক্রিকেটের ঈশ্বর। ১০০টি আন্তর্জাতিক শতরানের মালিক বলেছেন, “১৯৮৭-র বিশ্বকাপে বল বয় ছিলাম, সেখান থেকে ছ’টা সংস্করণে দেশের প্রতিনিধিত্ব করেছি। বিশ্বকাপ সবসময় আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়েছে। ২০১১-র বিশ্বকাপ জয় আমার ক্রিকেটীয় জার্নির সবথেকে গর্বের মুহূর্ত।”

এই বিশ্বকাপ নিয়ে মাস্টার ব্লাস্টার বলেন, “এতগুলো স্পেশ্যাল দল এবং খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করবে, একটা দুর্দান্ত টুর্নামেন্টের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।” শচীন আরও বলেন, “বিশ্বকাপের মতো বড় ইভেন্ট নতুন প্রজন্মের মনে স্বপ্নের বীজ পুঁতে দেয়। আশা করব এই বিশ্বকাপও অল্পবয়সি ছেলেমেয়েদের মধ্যে ক্রীড়া বেছে নিতে হবে সর্বোচ্চ পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার অনুপ্রেরণা দেবে।”

শচীন তো থাকছেনই, এই বিশ্বকাপ আলো করতে দেখা যাবে অন্যান্য কিংবদন্তি ক্রিকেটারদেরও। ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস, দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স, ইংল্যান্ডের বিশ্বজয়ী অধিনায়ক এয়ন মর্গ্যান, অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরন,নিউজিল্যান্ডের রস টেলর, পাকিস্তানের মহম্মদ হাফিজ থাকছে। থাকবেন ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*