মহালয়ার সকালে হাওড়ার একটি ভোজ্য তেলের কোম্পানিতে বিধ্বংসী আগুন। শনিবার সকালে হাওড়ার সাঁকরাইলে ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি ভোজ্য তেলের গোডাউনে ভয়াবহ আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। চোখের সামনে ভয়াবহ আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন কোম্পানির কর্মী ও স্থানীয় বাসিন্দারাও। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলে দমকলের ১১ টা ইঞ্জিন।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সকাল সাতটা নাগাদ কোম্পানির ভিতর ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে ধোঁয়া ছেয়ে যায় গোটা এলাকায়। দাউ দাউ করে জ্বলতে থাকে তেলের কারখানাটি। প্রথমে গোডাউনের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। এরপর আগুন বাইরে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে কোম্পানির কর্মীরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। গোডাউনে প্রচুর পরিমাণ ভোজ্য তেল থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্মীরা কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। ততক্ষণে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। কীভাবে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। আশপাশে প্রচুর ফ্যাক্টরি এবং গোডাউন থাকায় আগুন যে কোনও সময়ে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
Be the first to comment