রক্ষাকবচের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আগামিকাল শুক্রবারই শুনানি রয়েছে ওই মামলার। কোচবিহারের সাংসদ নিশীথের আইনজীবী সুপ্রিম কোর্টে আশঙ্কা প্রকাশ করেছেন, তাঁর গ্রেফতারির সম্ভাবনা রয়েছে। সেই কারণেই রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। কোচবিহারের একটি গুলি চালানোর ঘটনায় অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে। সেই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় একটি খুনের ঘটনায় নিশীথ প্রামাণিকের নাম সামনে আসে। খুনের ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। এরপর সেই মামলা থেকে অব্যাহতি পেতে আদালতের দ্বারস্থ হন তিনি। সম্প্রতি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। সেখানেও রক্ষাকবচ পাননি তিনি। মন্ত্রীর আর্জি খারিজ হয়ে যায়। আগামী ২২ জানুয়ারি ফের শুনানি হওয়ার কথা।
Be the first to comment