এবার ED-র স্ক্যানারে তৃণমূল বিধায়ক তাপস রায়। তাঁর বাড়িতে শুক্রবার সাতসকালে অভিযান চালিয়েছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রাজ্যে পুর নিয়োগ দুর্নীতি মামলাতেই এই অভিযান।
রাজনৈতিক মহলের অন্দরে এই নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে। রাজ্য শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি প্রসঙ্গ সামনে রেখে সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতারা। কিন্তু, এবার তাপস রায়ের ‘স্বচ্ছ ভাবমূর্তি’ নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
অধীর চৌধুরী বলেন, ‘তাপস রায় চুরি চোট্টামি করেছে বলে মনে হয় না। হয়তো তিনি ভিড়ের মধ্যে পড়ে গিয়েছেন। ভিড়ে অনেকে পড়ে যায়। তাপস রায় এই ‘ক্যারেকটার’ এর লোক নন। এখন চোরের সঙ্গে থাকলে চোর বদনাম নিতে হয়। সঙ্গ দোষে কিছু হয়েছি কী না জানি না। কিন্তু, তাপস রায় দুর্নীতি করার মতো লোক বলে বিশ্বাস হয় না।’ একদিকে যখন দুর্নীতি ইস্যুতে বিরোধীরা এই নেতাদের ছেঁকে ধরেছেন, সেই সময় অধীরের এই মন্তব্য সার্বিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে এক ছাতার তলায় এসে ‘ইন্ডিয়া জোট’ গঠন করেছে ২৮টি বিরোধী রাজনৈতিক দল। লক্ষ্য ২০২৪ সালের নির্বাচনে মোদীর হাত থেকে গদি ছিনিয়ে নেওয়া।
Be the first to comment