প্রাথমিকের একটি মামলা নিজের এজলাস থেকে ছেড়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলাটির সঙ্গে বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে বলে মনে করছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। সেই কারণে ওই মামলাটি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে পাঠালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, রাজ্যের শিক্ষক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে বিচারাধীন রয়েছে। সেগুলির মধ্যে অনেক মামলায় অনেক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, গুরুত্বপূর্ণ নির্দেশও এসেছে বিচারপতির গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে। তবে প্রাথমিকের এই মামলার সঙ্গে নিয়োগ সংক্রান্ত কোনও বিষয়ের যোগ নেই।
বিদেশ গাজি নামে এক মামলাকারীর আর্জি এদিন ওঠে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। ওই মামলাকারীর বক্তব্য ছিল, পঞ্চম শ্রেণিকে যাতে পুরোপুরিভাবে প্রাথমিকের অন্তর্ভুক্ত করা হয়। এই মর্মে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সেখানে তাঁর যুক্তি ছিল, পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের প্রাথমিক স্কুলের পড়ুয়া হিসেবে ধরা হয়। কিন্তু রাজ্যের অনেক হাই স্কুলেও পঞ্চম শ্রেণির পড়ুয়াদের ক্লাস হয়। এমন অবস্থায় মামলাকারীর আদালতের কাছে আর্জি যাতে পঞ্চম শ্রেণিকে পুরোপুরিভাবে প্রাথমিকের অন্তর্ভুক্ত করা হয়। বিদেশ গাজি নামে ওই মামলাকারীর আর্জি এদিন ওঠে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে।
তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, এই মামলাটির সঙ্গে রাজ্য সরকারের নীতি জড়িয়ে রয়েছে। সেক্ষেত্রে এই মামলাটি জনস্বার্থ মামলা হিসেবে বিবেচনা হওয়া উচিত বলেই মনে করছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতির পর্যবেক্ষণ, তাই এই মামলাটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানির জন্য উপযুক্ত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন জানান, প্রাথমিকের ওই মামলার সঙ্গে বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে। ফলে এই মামলাটি জনস্বার্থ মামলা হিসাবে শুনানি করা উচিত।
Be the first to comment