ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার তিনি বলেন, নাগাল্যান্ডের কোনও উন্নতি করতে পারেনি মোদি সরকার। উন্নয়নের যে বিরাট আশ্বাস মোদি সরকার দেয় তা নাগাল্যান্ডে এসে মুখ থুবড়ে পড়েছে। নাগাল্যান্ডবাসীর ঘরে আজও উন্নয়ন হয়নি।
ভারত জোড়ো ন্যায় যাত্রা বর্তমানে নাগাল্যান্ডে রয়েছে। সেখানেই রাহুল গান্ধী বলেন, এখানে উন্নতি হয়নি। তবে কংগ্রেস আগামীদিনে এখানকার যুবশক্তিকে সঙ্গে নিয়ে উন্নতির পথ চওড়া করবে। নাগাল্যান্ডে গরিব মানুষের সংখ্যা বাড়ছে বলেও এদিন দাবি করেন রাহুল গান্ধী। দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে একজোট করার টার্গেট নিয়েই তিনি পথে নেমেছেন বলে এদিন জানান রাহুল।
প্রসঙ্গত, রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা মনিপুর থেকে শুরু হয়েছে। মা ১৫ টি রাজ্যে ঘুরবে। ৬৭ দিনে মোট ৬ হাজার ৭০০ কিলোমিটার পথ অতিক্রম করবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। ১৪ জানুয়ারি থেকে শুরু হওয়া এই যাত্রা শেষ হবে ২০ মার্চ মহারাষ্ট্রে।
Be the first to comment