শিখ গুরুকে শ্রদ্ধাজ্ঞাপণ মুখ্যমন্ত্রীর

Spread the love

২২ ডিসেম্বর জন্ম হয়েছিল গুরু গোবিন্দ সিং-এর। তবে তাঁর জন্মদিন চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী পালিত হয়। এই বছর গুরু গোবিন্দ সিং-এর জন্মদিবস পালিত হচ্ছে বুধবার ১৭ জানুয়ারি। গোটা দেশেই শিখ সম্প্রদায়ের মানুষ প্রচুর উদ্দীপনা সহকারে এই দিনটি পালন করেন। শিখ গুরু গোবিন্দ সিংজির জন্মদিবস উপলক্ষ্যে শ্রদ্ধা ও উত্‍সবের সঙ্গে শিখদের কাছে অত্যন্ত পবিত্র এই দিনটি পালন করা হয়। বুধবার বিকেল ৫টা ১০ নাগাদ শহিদ মিনারে গোবিন্দ সিংয়ের স্মরণে আয়োজিত শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী। সেখানেই গোবিন্দ সিংয়ের আর্বিভাব দিবসে শিখ সম্প্রদায়ের মানুষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আমাকে এত মেরেছে, আমি মাটিতে বসতে পারি না। এদিন গুরুদ্বারে শিখ সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে সময় কাটানোর সময় মুখ্যমন্ত্রী জানালেন, তাঁরও ইচ্ছে সকলের সঙ্গে বসে ‘লঙ্গর’ করার। সেই সময়ই মুখ্যমন্ত্রী জানালেন, তাঁর শারীরিক সমস্যার কথা। এদিন সন্ধেয় গুরু গোবিন্দ সিংয়ের জন্মজয়ন্তীর অনুষ্ঠান থেকে হালুয়া খেয়ে যাবেন বলেও জানালেন মমতা। সেই সময়ই সকলের সঙ্গে ‘লঙ্গর’ করার ইচ্ছাপ্রকাশ করে মমতা বললেন,‘আমি একদিন আপনাদের সঙ্গে বসে লঙ্গড় করব। কিন্তু আমি নীচে বসতে পারব না। আপনাদের অনুমতি থাকলে, চেয়ারে বসে লঙ্গড় করব। কখনও না কখনও তো সুযোগ আসবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*