আবগারি দুর্নীতি মামলায় চতুর্থ সমনও অগ্রাহ্য করতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সূত্রের খবর, ইডি দপ্তরে না গিয়ে কেজরিওয়াল গোয়ায় যাবেন ভোটপ্রচার করতে। এদিকে ইডি সূত্রের খবর, বৃহস্পতিবার হাজিরা না দিলে ফের শুক্রবারই তলব করা হতে পারে দিল্লির মুখ্যমন্ত্রীকে।
আবগারি দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে ইডির র্যাডারে কেজরিওয়াল। এর আগেও তিনবার দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করা হয়েছিল। যদিও তাতে সাড়া দেননি কেজরিওয়াল। সেই সমনকে ‘বেআইনি’ দাবি করে হাজিরা এড়িয়েছিলেন তিনি। আম আদমি পার্টির তরফে স্পষ্ট জানানো হয়েছিল, শুধুমাত্র তাঁকে গ্রেপ্তার করার উদ্দেশ্যেই বারবার তলব করা হচ্ছে। আর সেই কারণেই তিনি হাজিরা দেননি। কেজরিওয়াল নিজে বলছেন, ইডি তাঁকে যে সমন পাঠাচ্ছে তার কোনও ভিত্তি নেই। এই বেআইনি সমনে হাজিরা দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না।
Be the first to comment