গুয়াহাটি: একদিকে যেখানে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন, সেখানেই ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে অসমে পৌঁছেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ, সোমবার অসমের নাগাঁওতে একটি মন্দিরে যাওয়ার কথা ছিল রাহুল গান্ধীর। কিন্তু ওই মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয় কংগ্রেস নেতাকে। এরপরই তিনি মন্দির চত্বরে অবস্থান বিক্ষোভে বসেন।
মণিপুর থেকে শুরু হয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। সেই যাত্রা মণিপুর অতিক্রম করে অসমে পৌঁছেছে। এই সফরে আগে থেকে পরিকল্পনা ছিল যে আজ, ২২ জানুয়ারি অসমের নাগাঁওয়ে বতদ্রভ থান, যা শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান, সেখানে যাবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
পরিকল্পনা মাফিকই সাংসদ ও বিধায়কদের নিয়ে মন্দিরে যান রাহুল গান্ধী। অভিযোগ, মন্দির থেকে ২০ কিলোমিটার দূরে হাইবোরাগাঁও-তেই রাহুল গান্ধীকে আটকে দেওয়া হয়। পুলিশ পথ আটকালে কংগ্রেস সাংসদকে তাঁদের প্রশ্ন করতেও দেখা যায়। মন্দিরে ঢুকতে না পেরে সেখানেই অবস্থান বিক্ষোভে বসেন রাহুল গান্ধী ও অন্যান্য সাংসদরা।
রাহুল গান্ধী জানান, মন্দিরে যাওয়ার অনুমতি থাকা সত্ত্বেও তাঁকে বাধা দেওয়া হয়েছে। তিনি বলেন, “আইন শৃঙ্খলার সঙ্কট তৈরি হবে, তাই আমি নাকি শঙ্করদেবের জন্মস্থানে যেতে পারব না, কিন্তু অন্যরা যেতে পারবে। আমি যখন সুযোগ পাব, তখনই যাব। শ্রীমন্ত শঙ্করদেব অসমের চিন্তাধারাকেই প্রতিফলিত করে। আমি ওই পথেই হাঁটতে চেয়েছিলাম। উনি আমার গুরুর মতো, তাই এই মন্দিরে আসতে চেয়েছিলাম আমি। মন্দির কর্তৃপক্ষই আমন্ত্রণ জানিয়েছিল আমায়, কিন্তু আমায় যেতে দেওয়া হল না। অদ্ভুত বিষয় হল গৌরব গগৌ ওখানে যেতে পারেন, কিন্তু আমি যেতে পারব না।”
Be the first to comment