উপাচার্য নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্য সরকার। রাজ্যপাল কথা দিয়েও রাখেননি বলে অভিযোগ। রাজভবন সূত্রের খবর, সেই অভিযোগ খণ্ডনে তৎপর হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেকারণেই বুধবার সন্ধ্যায় রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল। সেই মতো সন্ধ্যা সাড়ে ৫টায় রাজভবনে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার পূর্ব বর্ধমানের গোদার মাঠে মুখ্যমন্ত্রীর সভা ছিল। সেই সভা শেষে ইতিমধ্যে কলকাতায় ফিরে এসেছেন। কিন্তু ফেরার পথে আচমকাই গাড়ি ব্রেক কষায় তিনি কপালে জোট পেয়েছেন বলে খবর। তারপরেও এদিন নির্ধারিত সময়ের মধ্যে রাজভবনে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
সূত্রের আরও খবর, দু’জনের প্রায় ঘণ্টাখানেক বৈঠক হওয়ার কথা রয়েছে । মূলত, শীর্ষ আদালতের নির্দেশ মতো দু’জনের মধ্যে আলোচনা করে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সমস্যা সমাধানে চেষ্টা হবে বলেই জানা যাচ্ছে কারণ, শীর্ষ আদালতই উপাচার্য নিয়োগ নিয়ে জট কাটাতে রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে আলোচনায় বসার পরামর্শ দিয়েছিল। ‘সুপ্রিম কোর্টের লিখিত নির্দেশ নেই’ বলে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে ডাকেননি। পরে আবার শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যপালকে। আদালতের নির্দেশ মেনে গত ডিসেম্বরে রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর বৈঠক হয় রাজভবনে। সেদিন রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দু’জনের মধ্যে আলোচনা হয়েছে। বিচারাধীন বিষয় থাকায় সবকিছু প্রকাশ্যে বলা সম্ভব নয় বলেও জানিয়েছিলেন তিনি।
কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি আইনজীবীর যে বক্তব্য, সেই বৈঠকে হওয়া সিদ্ধান্ত অনুযায়ী কাজ করছেন না রাজ্যপাল ৷ ফলে এই পরিস্থিতিতে এখন দেখার আজকে রাজভবনে মুখ্যমন্ত্রী আসেন কি না ! যদি তিনি আসেন, সেক্ষেত্রে আগের বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী এবং রাজ্য সরকারের দাবি অনুযায়ী রাজ্যপাল নতুন কোনও পদক্ষেপ গ্রহণ করেন কি না, এবং বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী কী বলেন, সেদিকেই রয়েছে সকলের নজর।
Be the first to comment