শনিবারই সরকার পড়ে যেতে পারে নীতীশের! জোড়া নির্বাচনের সম্ভাবনা?

Spread the love

নীতীশের শিবির বদলের সম্ভাবনার মধ্যেই প্রকাশ্যে আরও এক হাড়হিম করা তথ্য। শোনা যাচ্ছে আগামী ২৭ জানুয়ারি শনিবার সরকার পড়ে যেতে পারে বিহারে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এছাড়াও শোনা যাচ্ছে শুধু লোকসভাই নয় একসঙ্গে সেখানে হবে বিধানসভা নির্বাচনে। আরজেডির সঙ্গে সব সম্পর্ক শেষ করে নীতীশের এবার গেরুয়া শিবিরের সঙ্গে হাত মেলানো শুধু সময়ের অপেক্ষা। তবে নীতীশের পাল্টি খাওয়ার গল্প তো নতুন নয়, এর আগেও বহুবার শিবির বদল করেছেন। কিন্তু লোকসভা নির্বাচনের মুখেই নীতীশের এই পদক্ষেপ ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিল।

কানাঘুষো চলছিল বেশ কিছু দিন ধরেই। তাতে ইন্ধন জোগায় বুধবার বিহারের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী, অনগ্রসর (ওবিসি) নেতা কর্পূরী ঠাকুরের জন্মশতবর্ষ কর্মসূচিতে নীতীশের মন্তব্য। সব মিলিয়ে বিহার তথা জাতীয় জাতীয় রাজনীতিতে জল্পনা, দেড় বছরের মাথাতেই আবার বিরোধী জোট ছেড়ে বিজেপির সহযোগী হতে চলেছেন নীতীশ কুমার। ১৯৭৮ সালে জনতা পার্টির সরকারের মুখ্যমন্ত্রী থাকাকালীন কর্পূরী প্রথম বিহারে অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছিলেন। জন্মশতবর্ষে তাকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার সিদ্ধান্তের জন্য নরেন্দ্র মোদী সরকারের ভূয়সী প্রশংসা করেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*