ইস্তফার আগে নীতীশকে ফোন নরেন্দ্র মোদীর! দুজনের কী কথা হল?

Spread the love

বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে রবিবার সকালে ইস্তফা দিলেন নীতীশ কুমার। আরজেডি-কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে ফের বিজেপি-র হাত ধরতে চলেছেন তিনি। রবিবার বিহারের রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দেওয়ার আগে নীতীশ কুমারকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। তবে নীতীশ ও মোদীর মধ্যে কী কথা হয়েছে, তা অবশ্য জানা যায়নি। কিন্তু ইন্ডিয়া শিবির ত্যাগ করে নীতীশের এনডিএ শিবিরে ফেরা নিয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে বিহারের রাজনীতিতে।

দিন কয়েক ধরেই জল্পনা চলছিল। রবিবার সকালে তা সামনে এল। ফের বিজেপির সঙ্গে সরকার গড়ার পথে হাঁটছেন ‘পাল্টিবাজ’ নীতীশ। রবিবার রাজভবনে তিনি ইস্তফা দেওয়ার পরই এ নিয়ে তোড়জোড় শুরু হয়েছে বিহারের রাজধানীতে। ইতিমধ্যেই পটনায় বৈঠক করেছে বিজেপি নেতৃত্ব। বিজেপির বিধায়করা উপস্থিত ছিলেন সেই বৈঠকে। সেই বৈঠকে বিহারে এনডিএ সরকার গড়তে সর্বসম্মতিতে পৌঁছনো গিয়েছে বলে জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে। সেই বৈঠকে সম্রাট চৌধুরীকে সবাই বিধানসভার নেতা এবং বিজয় সিনহাকে ডেপুটি নেতা হিসাবে সবাই নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*