নতুন বছরে বিরাট বড় খবর। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার বাড়াল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, ২০২৩-২৪ অর্থবর্ষে ইপিএফও-এ সুদের হার বাড়িয়ে ৮.২৫ শতাংশ করা হল। ফলে এবার থেকে পিএফ অ্যাকাউন্টে জমা পড়বে অতিরিক্ত টাকা। বর্তমানে পিএফে সুদের হার ছিল ৮.১৫ শতাংশ। ২০২২-২৩ অর্থবর্ষের জন্য় এই সুদ ধার্য করা হয়েছিল। এবার পিএফে সুদের হার আরও বাড়ল।
পিটিআই সূত্রে খবর, এ দিন সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টের তরফে ইপিএফও-র ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ৮.২৫ শতাংশ বাড়ানো হল। সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন ৬ কোটিরও বেশি পিএফ অ্যাকাউন্ট গ্রাহক। প্রতি মাসের হিসাবেই পিএফের সুদের হারের হিসাব করা হলেও, বছরে একবারই পিএফ অ্যাকাউন্টে এই সুদের টাকা জমা পড়ে।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সমস্ত সুপারিশ গ্রহণ করেই ইপিএফও-এ সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Be the first to comment