শহরে প্রিয়ঙ্কা গান্ধী। বুধবার সরস্বতী পুজোর দিন দুপুরে তিনি কলকাতায় আসেন। হঠাৎ করে কলকাতায় কেন তিনি এলেন সে সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা না গেলেও রাজ্য কংগ্রেসের একটি সূত্র জানায়, পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতেই কলকাতায় এসেছেন তিনি। এদিন দুপুরে কলকাতা বিমানবন্দরের মাটি ছোঁয় প্রিয়ঙ্কার বিমান। জানা যায়, জয়পুর থেকে কলকাতায় এসেছেন তিনি। বিমানবন্দর থেকে বেরিয়ে যান তিনি। তাঁর আসার কারণ নিয়ে রাজ্য কংগ্রেসের এক সিনিয়র নেতা জানান, তাঁদের কাছে আগাম খবর ছিল না।
এদিন সেখান থেকে তিনি ফের দিল্লি ফিরবেন নাকি কলকাতায় অন্য কোনও রাজনৈতিক কর্মসূচি রয়েছে তা অবশ্য এখনও স্পষ্ট নয়। কংগ্রেসের একটি মহলের দাবি, বিয়ের অনুষ্ঠান সেরে বৃহস্পতিবার কালীঘাটেও পুজো দিতে যেতে পারেন প্রিয়ঙ্কা। আর একটি অংশের মতে, লোকসভা ভোটের আগে রাজ্য সফরে এসে দলের প্রদেশ নেতৃত্বর সঙ্গেও বৈঠক করতে পারেন তিনি। তবে সবটাই সম্ভাবনা। প্রিয়ঙ্কার কলকাতা সফর সম্পর্কে বিয়ের অনুষ্ঠান ছাড়া আর কোনও নির্দিষ্ট কর্মসূচি জানা নেই প্রদেশ কংগ্রেস নেতৃত্বরও। ফলে বিষয়টি ঘিরে ক্রমেই বাড়ছে জল্পনা।
Be the first to comment