‘লক্ষীর ভাণ্ডারে হাত লাগালে খুন্তি, হাঁড়ি, কড়ার খেলা হবে ‘ : মমতা

Spread the love

রোজদিন ডেস্ক :- বিজেপি কে কড়া হুঁশিয়ারি দিলেন মমতা। বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে বলে বিভিন্ন সভা থেকে প্রচার করছে, আর এটা আগেই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার হুগলির চুঁচুড়ায় দলীয় প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী সভা থেকে মমতা বলেন, “কোনও বিজেপি নেতার ঠাকুর্দার ক্ষমতা নেই বাংলার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার। লক্ষ্মীর ভাণ্ডারে কেউ হাত লাগালে খুন্তি, হাঁড়ি, কড়ার খেলা হবে। জানে না বাংলা অন্য রকম। মা-বোনেরা জোট বাঁধলে ওদের বদলে দিতে বেশি সময় লাগবে না।”
অর্থাৎ বাংলার নারী শক্তি তৃণমূলের সঙ্গেই রয়েছেন বলেও বার্তা দিতে চেয়েছেন তৃণমূল নেত্রী।
এর সাথে সন্দেশখালির প্রসঙ্গও মমতার কথায় উঠে আসে তিনি বলেন,”সন্দেশখালিতে চক্রান্ত করে মা, বোনেদের অসম্মান করল। টাকার বিনিময়ে দেশের কাছে বাংলাকে অসম্মান করল।”
একুশের বিধানসভা ভোটের প্রচারে তৃণমূল জানিয়েছিল, ক্ষমতায় এলে বাংলার মা, বোনেদের জন্য মাসে ৫০০ টাকার লক্ষ্মীর ভাণ্ডার চালু করা হবে। বর্তমানে টাকার অঙ্ক বাড়িয়ে যথাক্রমে ১০০০ এবং ১২০০ টাকা করেছে রাজ্য। পর্যবেক্ষকদের মতে, বাংলায় তৃণমূলের অন্যতম ভোট ব্যাঙ্ক মহিলা শক্তি। মুখ্যমন্ত্রীর কথাতেও তা বারে বারে ফুটে উঠেছে।

এবার মোদীকে নাম্বার ওয়ান ফোর টোয়েন্টি বলে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “১৫ লাখ দেবে বলেছিল। পেয়েছেন? বছরে ২ কোটি চাকরি দেবে বলেছিল , ৫ বছরে ১০ কোটি হয়েছে? হয়নি। কারণ, মোদীর গ্যারান্টি মানে ভাঁওতা।”

গত শনিবার ভাটপাড়ার জগদ্দলে সভা তে যখন মোদী আসেন তখন তাকে রবীন্দ্রনাথের ছবি দিয়ে বাংলার আভিজাত্য কে ব্যক্ত করা হয় কিন্তু সেই ছবি উল্টো করে ধরেছিলেন মোদী। আর সেই প্রসঙ্গও এদিন ফের টেনে মমতা আক্রমণ করেন, তিনি বলেন “রবীন্দ্রনাথের ছবিও চেনেন না। উল্টো করে ছবি নিয়ে বলছে, আমি বাংলার নেতা! এরকম নেতাকে বাংলা গ্রহণ করবে না। বাংলার নিজস্ব সংস্কৃতি রয়েছে।”

মোদীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ এনে বিঁধেছেন কমিশনকেও। তৃণমূল নেত্রীর কথায়, “মোদীবাবু কোড অফ কনড্যাক্ট ভাঙছেন। আর ইলেকশন কমিশন কলের পুতুল হয়ে বসে আছে। মোদী ঘোরাচ্ছে আর ঘুরছে। বাংলার সঙ্গে অন্যায় করার জন্য তাই তো একজন ইলেকশন কমিশনার পদত্যাগও করেছেন।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*