অমৃতা ঘোষ :- মন্ত্রীত্ব ছাড়ার কথা ঘোষণা করলেন অখিল গিরি। তৃণমূলের বরখাস্তের হুঁশিয়ারির পর মন্ত্রীত্ব থেকে আজ পদত্যাগ করলেন তিনি। তিনি বলেন ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মন্ত্রীত্ব ছাড়া নাকি তার কাছে কোনো ব্যাপার নয়।
তৃণমূলের হুঁশিয়ারির পরই মন্ত্রীত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন অখিল গিরি। তবে নিজের কর্মকাণ্ডে এতটুকু অনুতপ্ত নন, স্পষ্ট জানিয়েছেন রাজ্যের কারামন্ত্রী।
অখিল গিরি বলেন, “ক্ষমা চাওয়ার কোনও প্রশ্ন নেই। পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।”
বনদফতরের এক মহিলা আধিকারিক মনীষা সাউ এর সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে রাজ্যের মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে। তাঁকে রীতিমতো স্থানীয় রেঞ্জ অফিসার মনীষা সাউকে হুমকি দিয়ে ‘কুৎসিত’ আক্রমণ করতে দেখা গিয়েছে।
অখিলের এই আচরণে ক্ষুব্ধ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের তরফে অবিলম্বে তাঁকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এমনকী অখিলকে দল থেকে বরখাস্তের হুঁশিয়ারিও দেওয়া হয়। এরপরই মন্ত্রীত্ব থেকে পদত্যাগের ঘোষণা করলেন অখিল। তাঁর কথায়, “আমার কাজে হয়তো দলের ক্ষতি হচ্ছে। সেই কারণেই পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। আমি মেনে নিলাম। মন্ত্রীর পদ ছাড়া আমার কাছে বড় ব্যাপার নয়।”
Be the first to comment