অমৃতা ঘোষ :- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকেই ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় হাই অ্যালার্ট জারি করেছে বিএসএফ। খবর পাওয়া গেছে কলকাতায় এসে পৌঁছেছেন BSF-এর DG ।
এর মাঝেই পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য বিশেষ বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের নাগরিকদের জন্য একটি বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘বাংলায় সবাইকে শান্ত থাকতে অনুরোধ করছি।’ উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে বাংলাদেশ সীমান্ত। সীমান্ত এলাকাগুলিতে ইতিমধ্যেই অতিরিক্ত নজরদারি বাড়িয়েছে বিএসএফ।
পার্শ্ববর্তী দেশের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই এপার বাংলার বাসিন্দাদের শান্ত থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
তিনি জানিয়েছেন, ‘কেউ যেন উত্তেজনা না ছড়ায়। এটা দুটি রাষ্ট্রের বিষয়। ভারত সরকার যে নির্দেশ দেবে পালন করব।’
সাংবাদিকদের উদ্দেশে মমতা বলেন, ‘বাংলাদেশের ঘটনায় আমরা সবাই উদ্বিগ্ন। তবে, এই নিয়ে এমন কিছু পোস্ট বা মন্তব্য করবেন না, যা নিয়ে অশান্তি ছড়াতে পারে। আমাদের দেশের যে সরকার আছে, তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’
তাঁর কথায়, ‘পার্শ্ববর্তী দেশে যদি কোনও অশান্তি সৃষ্টি হয়, তার কিছু প্রভাব এ দেশে এসে পড়বে। কিন্তু, আমাদের শান্ত থাকতে হবে।’
রাজ্যের প্রতিটি রাজনৈতিক দলকেই বিষয়টি নিয়ে কোনওরকম অযাচিত মন্তব্য না করার জন্য বলেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের বিরোধী দল বিজেপিকেও বিষয়টি নিয়ে সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, ‘বাংলদেশের ঘটনা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন, কিন্তু সেটা নিয়ে বলতে গিয়ে এমন কিছু পোস্ট করবেন না যাতে বাংলার সম্প্রীতি নষ্ট হতে পারে। বিজেপি নেতাদেরও আমি বলবো, তাঁরা অনেক কিছু পোস্ট করছেন, যে পোস্টগুলি করা উচিত নয়। আমি আমাদের দলের লোকদেরও বলব এরকম কিছু পোস্ট বা মন্তব্য করবেন না।’
Be the first to comment