অমৃতা ঘোষ:- রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় বার্তা তো দিয়েছেনই, পাশাপাশি তাঁকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার পূর্ণ দিবস সরকারি ছুটি দেওয়ার কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
একই সঙ্গে জানান, সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বুদ্ধদেব ভট্টাচার্যকে সম্মান জানাবে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ”এই মুহূর্তে আমি খুব দুঃখিত বোধ করছি। এই শোকের সময়ে মীরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। সিপিআই(এম) দলের সকল সদস্য-সদস্যা, সমর্থক এবং তাঁর সমস্ত অনুগামীদেরও আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
মুখ্যমন্ত্রী আরো বলেছেন, এই খবর শোনার পর তিনি মর্মাহত হয়েছেন। বুদ্ধদেব ভট্টাচার্যকে অন্তিম শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িও যান এবং পরিবারের সকলকে সমবেদনা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment