চিরন্তন ব্যানার্জি:-
আগামী দু’দিন ভারী থেকে অতিভারীর সর্তকতা হাওয়া দফতরের। শনিবার আলিপুর আবহাওয়া দফতর জানায়, কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সমস্ত জেলাতেই আগামী ৪৮ ঘন্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা।
গত কয়েকদিন ধরেই কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে কমবেশি বৃষ্টি হয়েছে। শুক্রবার এবং শনিবার ভারী বৃষ্টিতে নাজেহাল তিলোত্তমা। বেশ কিছু রাস্তায় হাটুজল। ব্যাহত যান চলাচলও।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপ বাংলাদেশ থেকে সরে দক্ষিণবঙ্গের উত্তরভাগ এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মূলত উত্তর-পূর্ব ঝাড়খণ্ডে আগামী ২৪ ঘণ্টায় অবস্থান করবে নিম্নচাপ। তারপর আরও ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। এছাড়া মৌসুমি অক্ষরেখা এখন রাজস্থানের জয়সলমের, কোটা, খাজুরাহো থেকে রাঁচি, কাঁথির উপর দিয়ে বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবেই আপাতত বৃষ্টি থামার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে
হাওয়া অফিস অবশ্য জানাচ্ছে, আগামী দু’দিন এমনই বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণের সব ক’টি জেলায়। ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। এই জেলাগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ ও পুরুলিয়ায়। সেখানে ৭-১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে, বাতাসে জলীয় বাষ্প বেশি রয়েছে। তাই আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। পাশাপাশি বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমেছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১.১ ডিগ্রি কম। উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া। পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে রবিবার পর্যন্ত উত্তালই থাকবে সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার বিষয়েও জারি হয়েছে নিষেধাজ্ঞা।
Be the first to comment