তৃণমূল পাশে না থাকলে দিল্লীতে কংগ্রেসের চলবে না: মুখ্যমন্ত্রী

Spread the love

আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে উঠলেই বিরোধীরা (বাম-কংগ্রেস বিধায়করা) হট্টগোল শুরু করে ওয়াকউট করে। এরপর বিরোধীশূন্য বিধানসভায় বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী।

আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী বললেন-
১) মানুষ ওদের(বাম-কংগ্রেস) ভোট না দিয়ে রাজনীতির বাইরে বার করে দিয়েছেন। এখন তাই ওরা অধিবেশনের বাইরে চলে যাচ্ছে।
২) আমি দেখেছি ওরা(বাম-কংগ্রেস) খালি বাজে কথা বলে যায়। বিভ্রান্তি ছড়ায়। কিন্তু ওরা সরকারের উত্তর শুনতে পারে না। ওরা আমাকে ফেস করতে ভয় পায়। সত্য শুনতে ভয় পায়।
৩) ওরা টিভিতে মুখ না দেখালে থাকতে পারে না। তাই বিধানসভায় না থেকে টিভিতে মুখ দেখাতে চলে যায়। টিভিতে বসে ওরা যা খুশি বলে যায়, কোনো যুক্তি নেই।
৪) তিনটে পার্টি এক হয়েও তৃণমূলকে ধরতে পারবে না, ওরা হারাতেও পারবে না।
৫) আপনাদের(কংগ্রেস) নেত্রী সোনিয়া গান্ধী, তিনি আমাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। আমিও ওনাকে শুভেচ্ছা জানিয়েছি। দিল্লীতে আপনাদের বড় বড় নেতাদের জিজ্ঞাসা করুন, তৃণমূল ছাড়া আপনাদের দিল্লী চলে না।
৬) দৌলতাবাদে উদ্ধারকাজে বাধা দিয়েছে। কারা বাধা দিয়েছে যখন খবর নিলাম, তখন শুনলাম পাশেই কংগ্রেস এর পঞ্চায়েত ছিল।
৭) আমি দার্জিলিং যাব। ২ দিন থাকবো ওখানে। দার্জিলিং-এর মানুষের সঙ্গে কথা বলতে যাব।
৮) ভাঙড়ে যে ঘটণা হয়েছে কেউ ওটাকে সাপোর্ট করে না। কিছু ঘটণা হলে আমি বলেছি পার্টি না দেখে কঠিন পদক্ষেপ নিতে। বাম আমলে সেটা হতো না। একটা ঘটণা হলেই বলা হচ্ছে, মন্ত্রী পদত্যাগ করো। বাম আমলে কতবার এইভাবে পদত্যাগ হয়েছে? আমি অর্ডার দিয়েছি কেউ যদি মোবাইল চালাতে চালাতে গাড়ি চালায় তার লাইসেন্স বাতিক করা হবে। অ্যাপস চালু করা হচ্ছে কোনো মানুষ জানালে তাদের পুরস্কৃত করা হবে।
৯) কেন্দ্র NCRP রিপোর্টে বলেছে যে রাজ্যের হিংসাত্মক ঘটণা হয়েছে ৩৫৭৯টি। এটা ভুল, আমাদের সাথে কোনো কথা না বলে রিপোর্ট করা হয়েছে। ডিজি আমাকে বলেছে এখানে ৯৪৮টি ঘটণা হয়েছে।
১০) কোর্ট এর পারমিশন নিয়ে RSS মিটিং করছে..কিন্তু আমরা RSS কে টলারেট করি না।
১১) বয়স্কদের সম্পত্তি ক্রয়ের জন্য শহরাঞ্চলে স্ট্যাম্প ডিউটিতে 10% ছাড় দেওয়া হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*