অমৃতা ঘোষ:-
এবার প্যারাঅলিম্পিকে রাইফেল শুটিংয়ে সোনা জিতে ভারতের নাম করলেন অবনী লোখরা । অবনীকে নিয়ে যে ভারতের প্রত্যাশা অনেকটা ছিল তা বলাই বাহুল্য।
কারণ টোকিও প্যারালিম্পিক্সে ১০ মিটার এয়ার রাইফেল এসএইচ ওয়ান ইভেন্টে তো তিনি সোনা জিতেইছিলেন, অন্যদিকে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন এসএইচ ওয়ান ইভেন্টে ব্রোঞ্জ এনেছিলেন অবনী।
তাই প্যারিস প্যারালিম্পিক্সে তাঁর এই নজির অবাক করেনি কাউকে।
ইভেন্টের দ্বিতীয় দিনেই নিজের সাফল্যের ধারা বজায় রাখলেন অবনী। এর সঙ্গে সঙ্গে ২২-এর এই শ্যুটার ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন। এই স্বর্ণপদকের আগে, ২০২০-র টোকিও প্যারালিম্পিক্সেও নিজের ক্যাটেগরিতে শীর্ষ পুরস্কার জিতে নিয়েছিলেন তিনি।
Be the first to comment