রোজদিন ডেস্ক:-
এসপ্ল্যানেডের দিক থেকে সুড়ঙ্গ নির্মাণের কাজ শুরু হওয়ার পরে মাটি ফুঁড়ে বেরিয়ে আসা জলের তোড়ে ২০১৯ সালের ৩১ অগস্ট দুর্গা পিতুরি লেনের কাছে থেমে গিয়েছিল টিবিএম ‘চণ্ডী’।
লালবাজার সূত্রের খবর, আবারো বৃহস্পতিবার রাতে ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মীয়মাণ টানেলে জল দেখা যায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর এবং পুরসভার আধিকারিকেরা। যান মেট্রোর কর্তারাও। তাঁরা পরিস্থিতি খতিয়ে দেখে দুর্গা পিতুরি লেন এলাকার ১১টি বাড়ি ফাঁকা করে দেওয়ার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যে মোট ৫২ জন বাসিন্দাকে হোটেলে সরিয়ে দেওয়া হয়েছে।
বুধবার রাত ১০ টা নাগাদ যখন মুচিপাড়া থানার অন্তর্গত এলাকায় পূর্বমূখী সুড়ঙ্গের সঙ্গে সংযোগরক্ষাকারী ‘বিশেষ উদ্ধার পথ (এগ্রেস শ্যাফ্ট)-এর একটি ‘সেকেন্টপিল প্রাচীর’ কাটা হচ্ছিল। সে সময়ই অল্প অল্প করে জল ঢুকতে শুরু করে। মেট্রো সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুর্গা পিতুরি লেনের দিক থেকে জল ঢোকা ঠেকাতে মাটির নীচে টন টন কংক্রিট পাঠিয়েও পরিস্থিতি পুরোপুরি আয়ত্তে আসেনি বলে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ ফের উঠল বৃহস্পতিবার রাতে।
Be the first to comment