প্রতিবেশী রাজ্য ওড়িশায় বাড়ছে বার্ড ফ্লু, পশ্চিমবঙ্গ ওড়িশা বর্ডার সিল করে দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Spread the love

 

রোজদিন ডেস্ক :-

উৎসবের মরশুম দোরগোড়ায়। এহেন অবস্থায় সুস্থতা, সচেতনতা, নিরাপত্তা ইত্যাদি বিষয় গুলি ভীষণ ভাবেই জরুরী। সেরকম ই একটি বিষয় নিয়ে সোমবার নবান্নের সভা ঘরে বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বিষয়টি হলো প্রতিবেশী রাজ্য ওড়িশার বার্ডফ্লু এর সংক্রমণ বেড়েই চলেছে, এমতাবস্থায় আমাদের রাজ্যের মানুষ যাতে সুস্থ থাকতে পারে, তাঁর জন্য পশ্চিমবঙ্গ ওড়িশা র বর্ডার সিল করার নির্দেশ দিয়েছেন তিনি। যাতে ভিন রাজ্যের অসুস্থ মুরগী আমাদের রাজ্যে প্রবেশ না করানো হয়।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের কাছে খবর এসেছে ওড়িশার বার্ড ফ্লু হচ্ছে , ইতিমধ্যেই প্রাণী সম্পদ দফতরের তরফ থেকে এই নিয়ে আমাদের সতর্ক করা হয়েছে । আমি ইতিমধ্যেই ওই রাজ্যের সীমান্ত সিল করার নির্দেশ দিয়েছি । বিশেষ করে মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় বিশেষ নজরদারির কথা বলা হয়েছে ।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “যারা ব্যবসা করতে চান করুন আপত্তি নেই । কিন্তু পচা জিনিস নিয়ে এসে মানুষের রোগ বাড়াবেন না । বাংলায় এখনও পর্যন্ত এ ধরনের কোনও খবর নেই । যেহেতু প্রতিবেশী রাজ্যে এই সমস্যা হচ্ছে তাই আমাদের সতর্ক থাকতে হবে।”

একই সঙ্গে মুখ্যমন্ত্রী এও বলেছেন যে, “বার্ডফ্লু সংক্রমণ কমলে আবার সীমান্ত খুলে দেওয়া হবে এবং তাদের জিনিসপত্র নেওয়া হবে ৷ কারওর খাবার নিয়ে আমাদের কিছু বলার নেই । কিন্তু যাতে কেউ অসুস্থ না হয় সেই জন্যই এই সর্তকতা ।”

তিনি মনে করছেন, সীমান্ত সিল করা হলেও রেলপথে অন্য রাজ্য থেকে বার্ড ফ্লু সংক্রমিত জিনিসপত্র এখানে আসতে পারে। রেলের সঙ্গেও এই বিষয়টি নিয়ে মুখ্যসচিবকে বৈঠক করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*