আবার অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ান হলো ভারত। রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণে আজ এই ফাইনাল ম্যাচ জিতে এই নিয়ে চতুর্থবার অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ান হলো ভারত। আজ শনিবার নিউজিল্যান্ডের মাউন্ট মাউনগানুইতে আইসিসি অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত ১১ ওভার বাকি থাকতে ৮ উইকেটে হারাল অস্ট্রেলিয়াকে। আজকের উল্লেখযোগ্য ঘটনা ওপেনার মনজোতের সেঞ্চুরি। তিনি করলেন অপরাজিত ১০১ রান। এছাড়াও উইকেটকিপার ব্যাটসম্যান হার্ভিকের অপরাজিত ৪৭ রান, সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করা শুভমান গিল ৩১ রান করেন এবং অধিনায়ক পৃথ্বী শ করেন ২৯।
শুরুতে অস্ট্রেলিয়া অধিনায়ক জেসন সঙ্গা এদিন টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন। ৪৭.২ ওভারে অস্ট্রেলিয়ার ইনিংস ২১৬ রানে শেষ হয়ে যায়। এদিন ভারতের হয়ে সকলেই ভালো বল করেন। বাংলার পেসার ইশান পোড়েল ২ উইকেট নেন। এছাড়াও শিবা সিং, অনুকুল রয়, কমলেশ নাগারকোটি প্রত্যেকেই ২টি করে উইকেট নেন। শিভাম মাভি ১টি উইকেট নেন। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন জনাথন মেরলো।
ছবি ঃ আইসিসির ট্যুইটার থেকে
Be the first to comment