চিকিৎসকদের কর্মবিরতির জন্য প্রাণহানি ২৯ জনের, ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

 

রোজদিন ডেস্ক:-

 

আরজি কর-কাণ্ডের জেরে কর্মবিরতি চালাছে জুনিয়র চিকিৎসকরা। আর তারই জেরে এখন পর্যন্ত প্রাণ গিয়েছে ২৯ জনের। এবার প্রাণহানি হয়েছে এমন ২৯ জনের জন্য ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী শুক্রবার তাঁর নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘এটা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক যে জুনিয়র ডাক্তারদের দীর্ঘদন কাজ বন্ধ রাখার কারণে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত ঘটেছে। এর কারণে আমরা ২৯ জনের মূল্যবান জীবন হারিয়েছি। শোকাহত পরিবারগুলির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে, রাজ্য সরকার প্রত্যেক মৃতের পরিবারের সদস্যদের ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রায় ২ঘন্টা চিকিৎসকদের সাথে আলোচনার জন্য অপেক্ষা করে তারপর তিনি একটি সাংবাদিক বৈঠক করেন। ওই বৈঠকে তিনি জানান এখনো পর্যন্ত ২৯ জন বিনা চিকিৎসায় মারা গিয়েছেন। তিনি আরও বলেন, ‘কত জনের বিনা চিকিৎসায় মারা গেছেন সেই তথ্য সংগ্রহ করছি’। আর আজই মৃতদের পরিবারের সদস্যদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করলেন।
উল্লেখ্য, এর আগে বিনা চিকিৎসায় মারা যাওয়ার অভিযোগ ওঠার পর পরই সেই দাবি খারিজ করে দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। তাঁরা বারবার বলেছেন, বিনা চিকিৎসায় মারা গেছেন এমন ঘটনা ঘটেনি। সবটাই অপপ্রচার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*