বৃহস্পতিবার সন্ধ্যায় আবার চিকিৎসকদের ধর্নাস্থলে আসল ফ্যান, তাহলে কি ধর্না অবস্থান চলবে?

Spread the love

 

রোজদিন ডেস্ক:-

বুধবার যখন নবান্নে জুনিয়র ডাক্তাররা বৈঠক করছেন ঠিক সেই সময়ই স্বাস্থ্যভবনে তাঁদের ধর্নাস্থল থেকে একাধিক ফ্যান সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। পাশাপাশি এও দেখা যায়, ধর্নাস্থলও ফাঁকা হচ্ছে। অনেকেই ভেবেছিলেন কর্মবিরতি উঠছে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তবে বৃহস্পতিবার ছবিটা বদলে গেল আবার। এদিন বিকালের পর দেখা যায়, জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে আবার নিয়ে আসা হচ্ছে ফ্যান। ছোট টেম্পো ভর্তি ফ্যান আসে। কে বা কারা তা পাঠিয়েছে তা অবশ্য স্পষ্ট নয়। স্বাস্থ্যভবনের সামনে লাগাতার ধর্না করা জুনিয়র চিকিৎসকদের কোনও দিন খাবার বা অন্য কিছুর অভাব হয়নি। সাধারণ মানুষই তাঁদের জন্য সবকিছু নিয়ে এসেছেন। বাকি সব কিছুর সঙ্গে আনা হয়েছিল অনেক ফ্যানও। কিন্তু বুধবার তা ফিরিয়ে নিয়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছিল। কেউ কেউ মনে করছিলেন, ধর্নাস্থলে কর্মবিরতি ওঠার খবরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আস্তে আস্তে ধর্না মঞ্চ খালি করা হচ্ছে। কিন্তু অন্য এক পক্ষের দাবি ছিল, আন্দোলনের রাশ ধরে রাখতে পারছেন না জুনিয়র ডাক্তাররা। শুধু ফ্যান নিয়ে যাওয়া বা বাঁশ খোলা ফ্যাক্টর নয়, খালি হচ্ছে ধর্নাস্থলও। আগের মতো আর মানুষ আসছেন না তাঁদের সঙ্গে ধর্না দিতে! পরবর্তীকালে এই বিষয়টি জুনিয়র ডাক্তারদের চিন্তা হয়ে দাঁড়াবে, মনে করছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু বৃহস্পতিবার নতুন দমে ফের ধর্না চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*